Bitcoin Pizza Day

সময়টা হলো মে মাসের ২২ তারিখ, ২০১০ সাল। ক্রিপ্টোকারেন্সির জগতে এই তারিখটা সব সময় উজ্জ্বল হয়ে থাকবে। এইদিনে একটা ভয়াবহ মজার ঘটনা ঘটে। ল্যাজলো হ্যানয়েজ নামের একজন ভদ্র লোক এই দিনে ১০ হাজার বিটকয়েন দিয়ে ২ টি ফ্যামিলি সাইজের পিজ্জা কিনে। সম্ভবত এটাই ছিল প্রথম ক্রিপ্টোকারেন্সি দিয়ে বাস্তব জগতের কিছু কেনার ঘটনা।

ঘটনাটা আরেকটু ডিটেইলসে বলি…

ল্যাজলো সাহেব আগে থেকেই ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে খুবই আগ্রহী এবং তাকে ধরা হয় ক্রিপ্টোকারেন্সির Early Adopter দের একজন। তো ২০১০ সালের ২২শে মে তে উনি তৎকালীন জনপ্রিয় BitcoinTalk ফোরামে একটা পোস্ট দেন।

পোস্টে উনি লেখেনঃ

“I’ll pay 10,000 bitcoins for a couple of pizzas.. like maybe 2 large ones so I have some left over for the next day”

Explore more about টাকাবার্তা with this related post. কন্টেন্ট রাইটিং কী? কীভাবে কন্টেন্ট রাইটিং শেখা যায়?

তখনকার সময়ে বিটকয়েনের তেমন দাম ছিলোনা, মাত্র শুরু তখন বিটকয়েনের যাত্রা। ১০ হাজার বিটকয়েন এর তখনকার সময়ে মূল্য হয়তোবা মেরেকেটে $41 এর মতো হবে। স্বভাবতি কেউ ১০ হাজার বিটকয়েনের বদলে ২টা পিজ্জা কিনে দিতে রাজি হয়না। তবে একজন ছাড়া…

একজন ব্রিটিশ ভদ্রলোক ল্যাজলোর অফারে রাজি হয় এবং তাকে ১০ হাজার বিটকয়েনের বিনিময়ে ২টা পিজ্জা কিনে দেয়। পিজ্জাগুলা কিনে দিতে উনার খরচ হয়েছিলো $25 (মানে উনি তখনই $16 লাভে বিক্রি করেছেন)।

এই ঘটনার মাত্র ৯ মাস পরে এই ১০ হাজার বিটকয়েনের দাম বেড়ে হয়ে যায় $10,000 ।

৫ বছর পর, ২০১৫ সালে এই ১০ হাজার বিটকয়েনের দাম হয় $2.4 মিলিয়ন ডলার।

২০১৯ সালে এই ১০ হাজার বিটকয়েনের দাম ছোঁয় $82 মিলিয়ন ডলার।

২০২২ সালে এই ১০ হাজার বিটকয়েনের দাম প্রায় $300 মিলিয়ন ডলার ছুঁচ্ছে।

ঘটনাটা বেশ মজার। এই ব্যাপারে পরবর্তীতে ল্যাজলো সাহেবকে জিজ্ঞাসা করা হয় তিনি এটা নিয়ে আফসোস করেন কিনা।

উনি নির্বিকারচিত্তে বলেন “It wasn’t like Bitcoins had any value back then, so the idea of trading them for a pizza was incredibly cool”

Curious about টাকাবার্তা? We've got more info in this linked article. আপনার ১ ঘন্টার দাম কত?

মে ২২ তারিখকে এখন পৃথিবীজুড়ে Bitcoin Pizza Day নামে উদযাপন করা হয়!

Similar Posts