Asset vs Liability: কোনটা কি?

আপনি যদি খুব বড়লোক হতে চান, পার্সোনাল ফাইন্যান্সের একটু গভীরে যেতে চান, বা ইনভেস্টমেন্টের দুনিয়ায় একটু ঢু মারতে চান তাহলে একটা খুব ব্যাসিক বাট মারাত্মক ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ক্লিয়ার হওয়া প্রয়োজন। কন্সেপ্টটা হলো কোনটা Asset আর কোনটা Liability সেটা বোঝা।

উপরে উপরে দিয়ে বোঝা খুবই সহজ। কিন্তু ভেতরে একটু প্যাচ আছে। আমি প্যাচটা একটু খোলার চেষ্টা করবো এই পোস্টে।

ফার্স্টেই একটু জাইনা নেই Asset কি আর Liability কি। আমি কোনো বইয়ের সংজ্ঞা দিবোনা। সাধারণ ডাল-ভাত লেভেলের একটা সংজ্ঞা দিবো।

Asset: ঐসব জিনিস যেগুলা আপনার পকেটে টাকা দিবে।

Liability: ঐসব জিনিস যেগুলা আপনার পকেট থেকে টাকা নিয়ে যাবে।

আমি প্রায় সিউর অনেকেই এই ব্যাপারটা জানেন। এখন আমি দুইটা উদাহারণ দেইঃ

১। ‘ক’ তার জমানো টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনসে।

২। ‘খ’ তার জমানো টাকা দিয়ে একটা গাড়ি কিনসে।

এখন যদি আমি জিজ্ঞাসা করি কোনটা Asset আর কোনটা Liability তাইলে ম্যক্সিমাম মানুষই এক বাক্যে বলবেন ফ্ল্যাট কেনাটা Asset আর গাড়ি কেনাটা Liability। আমি নিজেও তাই ভাবতাম।

আসলে ব্যাপারটা একদম যে তা সেটা আমরা এখনই বলতে পারবো না। কোনটা Asset আর কোনটা Liability সেটা বোঝার জন্য আমাদের আরো কিছু ইনফর্মেশন জানা লাগবে।

ধরেন ক ভাই ফ্ল্যাট কিনসিলো কারণ সে চাচ্ছিলো ফ্ল্যাট কিনে সেটা ভাড়া দিবে। মাসের শেষে একটা সুন্দর ক্যাশ ফ্লো ক ভাই এর পকেটে ঢুকবে। কিন্তু ফ্ল্যাট কেনার পর দেখা গেলো, সেই ফ্ল্যাটটা কোনো কারণে কেউ ভাড়া নিচ্ছে না। মাসের পর মাস ফ্ল্যাটটা খালি পরে আছে। ফ্ল্যাট খালি পড়ে থাকলে প্রতি মাসে কিন্তু ক ভাইকে এই ফ্ল্যাটের জন্য খরচ করা লাগতেসে যেমন বিল্ডিং এর সার্ভিস চার্জ দেওয়া, আদার্স অনেক চার্জ দেওয়া ইত্যাদি।

এখন একটু ভেবে দেখেন, ফ্ল্যাটটা কেনার পর সেই ফ্ল্যাট কি ক এর পকেটে টাকা দিচ্ছে নাকি পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে? ফ্ল্যাটটা কিন্তু খালি থাকার কারণে প্রতি মাসে ক ভাই এর পকেট থেকে উলটা টাকা নিয়ে যাচ্ছে। তাইলে কি এটাকে আমরা Asset বলতে পারি? না, যাই টাকা পকেট থেকে নিয়ে নে সেটাই Liability. তাই এখানে ফ্ল্যাটটা হলো একটা Liability.

এবার আসি খ এর ব্যাপারে। ট্রেডিশনাল সেন্স অনুযায়ী বোঝা যায় গাড়ি হলো একটা Liability কারণ গাড়ির মেইনটেনেন্স এর কারণে প্রতি মাসে আপনাকে খরচ করা লাগতেসে। কিন্তু ধরেন খ গাড়িটা পার্সোনাল কাজে না দিয়ে সেটা Uber এ দিয়ে দিলো। এখন Uber এ দেওয়ার কারণে প্রতি মাসে খ এর পকেটে টাকা আসতেসে, যাচ্ছে না।

যেহেতু গাড়িটাকে Uber এ দেওয়ার কারণে খ এর পকেটে উলটা টাকা আসতেসে, তাইলে কি এটা Liability? নাহ, এটা এখন একটা Asset।

আমাদের Asset আর Liability র মধ্যে এই সূক্ষ্ণ পার্থক্যটা ভালোভাবে বোঝা লাগবে। তাইলে আপনি যখন একটা ইনভেস্টমেন্ট করতে যাবেন, আগেই ভালোভাবে বুঝতে পারবেন সেই ইনভেস্টমেন্টটা কি আসলেই একটা Asset হবে? নাকি Asset এর মুখোশ পরে Liability হয়ে আপনার পকেটে হামলা দিবে?

দুধ-কলা দিয়ে আপনি কোনো Liability পুষতেসেন না তো?

Similar Posts